Sunday, April 13, 2025
Homeশিক্ষাসেবা ফাউন্ডেশন'র মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

সেবা ফাউন্ডেশন’র মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম সেবামূলক সংগঠন সেবা ফাউন্ডেশন কতৃক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪-২৫ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য সাদিকুর রহমান ও সেবা ফাউন্ডেশন এর মেধাবৃত্তি পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক রিয়াজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় মেধা বৃত্তি পরীক্ষার বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের গোয়াইনঘাটের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, গোয়াইনঘাটের সাবেক উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, গোয়াইনঘাটের ইন্সট্রাক্টর ইউআরসি মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, নাজমুল ইসলাম, সেবা ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য আব্দুল মালিক, সাকিব আহমেদ, ইসমাইল খাঁন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে এ সময় বক্তব্য রাখেন, রেজাউল ইসলাম, মারুফা হোসেন ইমু, সুলেমান আহমদ, সুবর্ণা।

এ সময় সেবা ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরষ্কার তুলে দেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সেবা ফাউন্ডেশন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম অসহায় এবং দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, শিক্ষা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগীতা এবং বৃক্ষরোপণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments