জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মিড ডে মিলের খাবার বিতরন ও টিফিন বক্স বিতরণ উপলক্ষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে এ উপলক্ষে আজ সোমবার(১১ সেপ্টেম্বর) বীরসিংহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহম আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। কাউছার আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মনতলা শাহজালাল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ মাধবপুর উপজেলা কমিটির সভাপতি সিরাজুল হক,ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,বীরসিংহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ, শাহাব উদ্দিন,রোজিনা আক্তার,প্রধান শিক্ষিক সাবিনা ইয়াছমিন,ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনজুর আহ্সান বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশ এবং মেধা ও সৃজনশীলতা বৃদ্ধিতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াস দরকার।তবেই সমাজ আলোকিত হবে।শিশুদের কল্যানে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন,শিশুদের মধ্যে সুপ্ত অমিতসম্ভাবনার সুপ্ত অবস্থায় রয়েছে।এটাকে কাজে লাগাতে হবে।