ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দেববাড়ি ভৈরবতলী মাঠে অনুষ্ঠিত হলো ডিএফএল আয়োজিত ৯ম খাসিকাপ ফুটবল টুর্নামেন্ট-এর জমকালো শুভ উদ্বোধন।
বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক অজিত বৈদ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভুনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দেববাড়ি ফাইটার্স বনাম হান্ড্রেড ডিগ্রি। খেলার শুরু থেকেই মাঠে নেমে আসে উত্তেজনার ছোঁয়া। প্রথমার্ধে হান্ড্রেড ডিগ্রির অধিনায়ক নাঈমের চমৎকার অ্যাসিস্টে দলের খেলোয়াড় কাঞ্চন শীল দৃষ্টিনন্দন হেডে একমাত্র গোলটি করেন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
দ্বিতীয়ার্ধে দেববাড়ি ফাইটার্স একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগে তারা বাধা পায়। নির্ধারিত সময় শেষে হান্ড্রেড ডিগ্রি ১-০ ব্যবধানে বিজয়ী হয়ে মাঠ ছাড়ে। অসাধারণ পারফরম্যান্সের জন্য কাঞ্চন শীল আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এবারের আসরে স্থানীয় মোট ৫টি দল অংশ নিচ্ছে, যা ফুটবলপ্রেমী জনতার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। আজকের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উজ্জ্বল পাসী, তামিম আহমদ ও পাপ্পু বিশ্বাস।
খেলাধুলার এই আয়োজন যেন স্থানীয় যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে এবং স্বাস্থ্যসম্মত বিনোদনের দিগন্ত উন্মোচন করে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।