Sunday, April 13, 2025
Homeআন্তর্জাতিকদোয়ারাবাজারে ফি*লি*স্তিনের উপর বর্বর হ*ত্যা'কাণ্ডের-হা*ম'লার প্রতি*বাদে বিক্ষো*ভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত 

দোয়ারাবাজারে ফি*লি*স্তিনের উপর বর্বর হ*ত্যা’কাণ্ডের-হা*ম’লার প্রতি*বাদে বিক্ষো*ভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত 

ইয়াছিন আলী খান, দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি::

 

ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় ও রাফায় বর্বরোচিত হামলা ও নারী-শিশুসহ নিরপরাধ নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশের মতো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা হকনগরবাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাশতলা ক্বাওমী ওলামা ছাত্র ঐক্য পরিষদ এবং তায়েফাতুল উম্মাহ পরিষদ হকনগরবাজার ও এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মঙ্গলবার ( ৮ই এপ্রিল) বিকাল ৫ টায় হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাজার এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুমগাও মধ্যপাড়া জামেমসজিদ এর মোড়ে গিয়ে ঘুরে এসে হকনগর বাজারের মেইন রাস্তায় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সমাবেশ ও পথসভা শেষ হয়।

 

উক্ত সমাবেশে হযরত শাহ করার রহ. জামেয়া হাফিজিয়া (সিলেট) মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা আব্দুল করিম সাহেব বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনে আবারও নির্বিচার বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের সবক দেয়। এর চেয়ে নির্লজ্জ ভন্ডামি দুনিয়ায় আর কিছু নেই।

 

এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

 

এতে ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’; ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’; ‘নেতানিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে’সহ নানা ক্ষোভ ও প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

 

এসময় মিছিল শেষে সমাবেশে বক্তারা আরও বলেন, বিশ্ববিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।

 

ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে চাই। আমাদের জীবন দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেম (আল আকসা)কে মুক্ত করে তার পবিত্রতা রক্ষা করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনে গাজা ও রাফাবাসীর জয় হবেই হবে ইনশাআল্লাহ। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।

 

এছাড়াও সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরও বলেন, ইহুদিদের ইজরায়েলের পণ্য বর্জনের আন্দোলন বেগবান করতে হবে, পাশাপাশি বয়কটও করতে হবে। ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লিগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। ইসরায়েল যদি এখনই হামলা বন্ধ না করে, তবে মুসলিম বিশ্ব ‘মার্চ টু ফিলিস্তিন’ কর্মসূচির মাধ্যমে জবাব দিতে বাধ্য হবে।

 

বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments