লাইফস্টাইল প্রতিবেদক :
ধীরে ধীরে গরমের তীব্রতা বাড়ছে, সেই সঙ্গে ধুলা – ময়লা, প্রখর রোদ আর দূষণের সময় চলে এসেছে। বাইরে বের হলে সবার আগে ধুলো আক্রমণ করবে, রোদ আর দূষণ তো আছেই। এসব কারণে ত্বকে ব্রন, এলার্জিসহ নানা সমস্যা বাড়ে। এতে ত্বকে দাগ তৈরি হয়। এইসব দাগ সহজে যেতে চায় না। ত্বকের এইসব দাগ দূর করার জন্য একটি জাদুকরী মিশ্রন ঘরোয়াভাবেই তৈরি করা যায়।
অধিকাংশ সময় ব্রণ চলে গেলেও তার দাগ থেকে যায়। সঠিক সময় ব্যবস্থা না নিলে দাগ স্থায়ী হয়ে যেতে পরে। এই ধরনের দাগছোপ যতটা না ক্ষতির, এর চেয়ে বেশি দুশ্চিন্তার। তবে ছোট্ট একটি মিশ্রণ নিয়মিত তিন দিন ব্যবহার করলেই ত্বকের এইসব দাগ দূর হবে। এটা ব্যবহার করলে ত্বক উজ্জ্বলও হবে।
মিশ্রণ বানানোর প্রয়োজনীয় উপকরণ :
আলু ১টি, বেদানা ১/২ বাটি, লেবু ১/২ টি, আইস ট্রে।
যেভাবে বানাবেন টোটকা :
আলুর খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এরপর গ্রেট করা আলু, বেদানা আর ১ টেবিল চামচ পানি যোগ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তাতে লেবুর রস যোগ করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি একটি আইস কিউবের ট্রেতে ঢালতে হবে। পাঁচ থেকে ছয় ঘন্টা বা যতক্ষন না জমে ততক্ষণ ফ্রিজে রাখুন।
মিশ্রণটি জমে বরফ হয়ে যাওয়ার পর মিশ্রণের কিউব নিয়ে ত্বকের দাগযুক্ত জায়গায় ঘষতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে ভালো ফল পেতে দিনে দু’টো করে বরফের টুকরোও এর সঙ্গে ব্যবহার করা যাবে।
আলুতে ক্যাটেকোলেজ নামক এক ধরনের উপাদান আছে, এটা মানবদেহের ত্বক উজ্জ্বল করতে এবং রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করে। কখনো কখনো মেছতার কঠিন দাগও দূর করতে পারে আলু। তাই এই মিশ্রনটি তিনদিন টানা ব্যবহার করুন। দেখবেন জাদুকরী উপায়ে চলে যাবে ত্বকের সব দাগ।