Sunday, April 13, 2025
Homeসিলেট বিভাগসিলেটমেডিক্যাল শিক্ষার্থী আল-আমীন'কে হত্যার হুমকি: পুসাগের প্রতিবাদ

মেডিক্যাল শিক্ষার্থী আল-আমীন’কে হত্যার হুমকি: পুসাগের প্রতিবাদ

 

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট:

ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী মো. আল-আমীন হোসেন’কে হত্যার হুমকির দানের বিরুদ্ধে, স্বেচ্ছাসেবী সংগঠন “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অফ গোয়াইনঘাট (পুসাগ)” প্রতিবাদ জানিয়েছে।

 

৮ এপ্রিল ০২৫ (মঙ্গলবার) সংগঠনের দপ্তর সম্পাদক আরিফ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তি অনুরূপ “পুসাগের সহ সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা ডেন্টাল কলেজের ৫৯ব্যাচের শিক্ষার্থী আল-আমীন হোসেন’কে অঙ্গাত দুষ্কৃতকারী হত্যার হুমকি প্রদান করার ঘঠনায় তিব্র নিন্দা ও প্রদিবাদ জানাচ্ছি।

মঙ্গলবার (৮- এপ্রিল) পুসাগের সভাপতি ফাহিম মোনায়েম ও সাধারনসম্পাদক দেলোয়ার হোসেন এই ঘঠনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

১৩নং বিছনাকান্ধি ইউনিয়নের পর্যটন কেন্দ্র বিছনাকান্ধি জিরো পয়েন্ট থেকে লোটপাটকারীরা পাথর ও বালু লোটপাট করে নিয়ে যায়, এর প্রতিবাদে আল-আমীন হোসেন তার ফেসবুকে একটি পোস্ট করেন। কিন্তু এই প্রতিবাদের জের ধরে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

 

এই ঘঠনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি প্রদক্ষেপ নেয়ার জন্যে উপজেলা প্রশাসনের প্রতি আহবান রইল, প্রয়োজনে আমরা সংবাদ সম্মেলন ও উর্ধ্বতন আইনী পদক্ষেপ নিব।”

 

জানা যায় মো. আল-আমীন হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্ধি ইউনিয়নের বিছনাকান্ধি গ্রামের বাসিন্দা।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments