কানাইঘাট প্রতিনিধিঃ
’সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা স্কাউটস এর উদ্দ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ২টায় উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি তানিয়া আক্তারের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় স্কাউটস দিবসের আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,স্কাউটসরা সব সময় রাষ্ট্র ও সমাজের সকল ভালো কাজে অংশগ্রহন করে তাকেন।স্কাউটস আন্দোলনকে সবাইকে সম্পৃক্ত করার মাধ্যমে সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে।কানাইঘাট উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস দল ঘটন করে শিক্ষার্থীদের আগামীদিনের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় স্কাউটস লিডার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দলের উপস্থিতিতে দিবসের আলোচনা আরো বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস দলের সম্পাদক কানাইঘাট সরকারি উচ্চ্ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুশ শুক্কুর,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,স্কাউটস লিডার সরদারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুনুর রশীদ,উপজেলার শ্রেষ্ঠ স্কাউটস লিডার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী।