ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’পক্ষের প্রায় ২৫ জন আহতকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাও বাজারে এই সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
জানা গেছে, শিশুদের ক্যারাম খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে উত্তরপাড়ার সুহেল ও মাঝপড়ার ফটিক মিয়ার পক্ষদ্বয়ের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।