Friday, April 4, 2025
Homeঅপরাধআসা*মীরা অধরা, বাদীকে প্রাণনা*শের হু*মকী

আসা*মীরা অধরা, বাদীকে প্রাণনা*শের হু*মকী

 

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাটে মারপিট এর ঘটনায় মামলা দায়েরের কারণে মামলার বাদীকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে অধরা আসামীরা। মামলার বাদী পারভেজ আহমদ ০৩ এপ্রিল বৃহস্পতিবার এ প্রতিবেদকে জানান, ঘটনার পর থেকে আসামী পক্ষের লোকজন নানা ধরনের হুমকী প্রদান করে আসছে।

এমকি থানায় মামলা দায়ের এর কারণে যে কোন সময় খুন করবে বলে আসামীরা বলা বলি করছে।আসামীরা অধরা থাকায় বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন।

মামলার বাদী পারভেজ আহমদ আসামীদের গ্রেফতার করার জন্য কানাইঘাট থানা পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। মামলা সূত্রে জানায়ায়, আসামীদের ছাগল বাদীর ধানের চারা নষ্ট করতে দেখে বাদী পক্ষের জাকারিয়া ছাগল গুরো তাড়িয়ে দেওয়ার সময় আসামী ফরহাদ উদ্দীন জাকারিয়াকে গালাগালি সহ মারপিট করার চেষ্টা করে।ঐসময় স্থানীয় লোকজন তাদের সূর-চিৎকারে এগিয়ে এসে উভয়কে সরিয়ে নেন।

ঐঘটনাকে কেন্দ্র করে গত ১৪ ফেব্রæয়ারী জাকারিয়া বাড়ীর পাশে গরু চরাতে গেলে আসামীরা ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জাকারিয়ার উপর অর্তকৃত হামলা চালায়।

এতে দারালো দায়ের কুপে জাকারিয়ার মাথায় ও হাতে কোপ মেরে রক্তাক্ত কাটা জখম করে। জাকারিয়াকে রক্ষা করার জন্য তার স্বজনরা এগিয়ে আসলে তাদের কে রক্তাক্ত জখম করে আসামী পক্ষের লোকজনরা।

এঘটনায় উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের আটলার পাহাড় গ্রামের মৃত শমছুর রহমানের পুত্র পারভেজ আহমদ কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে কানাইঘাট থানা পুলিশ তদন্ত সাপেক্ষে মামলাটি নতিভুক্ত করে।

মামলার এজহার নামীয় আসামীরা হলেন আটলার পাহাড় গ্রামের ওয়ারিছ উদ্দীনের পুত্র ফরহাদ উদ্দীন ও কয়েছ উদ্দীন,মৃত কটু মিয়ার পুত্র ওয়ারিছ উদ্দীন,মৃত মতছিন আলীর পুত্র আলী আহমদ,সালেহ আহমদ সহ অজ্ঞাতনামা কয়েকজন। কানাইঘাট থানার মামলা নং-১৮তারিখ ২৫/০৩/২৫ইং।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments