ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে কাকিয়া ছড়া চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলার কাকিয়া ছড়া চা বাগানের মন্দিরের সামনে একদল শিশু হঠাৎ একটি বিরল ও বিপন্নপ্রায় লজ্জাবতী বানর (Slow Loris) দেখতে পায়। অপ্রত্যাশিতভাবে এ ধরনের প্রাণী দেখে তারা বিস্মিত হয় এবং সঙ্গে সঙ্গে বিষয়টি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) রাহেল নামের একজন স্টাফকে জানানো হয়।
সাথে সাথেই রাহেল নামের ঐ লোক দ্রুত ঘটনাটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পাওয়া মাত্রই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন।
লজ্জাবতী বানর সাধারণত নিশাচর এবং নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। এরা সাধারণত গাছের ডালে ধীরে চলাফেরা করে এবং পোকামাকড়, ফলমূল ও গাছের রস খেয়ে জীবনযাপন করে। তবে বনভূমি ধ্বংস ও অবৈধ পাচারের কারণে এই প্রাণীটি বর্তমানে বিপন্নপ্রায়।
বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের এমন উদ্যোগ প্রশংসনীয়।