দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটের কাছে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রয়েছেন। আজিম উদ্দীন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম চৌধুরীপাড়া গ্রামের মৃত আক্তার মিয়ার পুত্র।
তাঁর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসারত ডাক্তার তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আজিম উদ্দীন একজন দিনমজুর। তাঁর পক্ষে এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। চিকিৎসা ব্যায়ে তাঁর পরিবার সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
বাংলাবাজার যুব সংঘ তাঁর চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে। এতে সকলের নিজেদের সাধ্য অনুযায়ী আজিম উদ্দিনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে 01791-004722 (আজিম উদ্দিন) সাহায্য পাঠাানো যাবে 01720-633335 (বিকাশ পার্সোনাল)।