Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান 

কমলগঞ্জে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান 

 

 

পিন্টু দেবনাথ :

 

নতুন প্রজন্মের শিশু – কিশোরদের মানসিক বিকাশ ও শিক্ষা সাংস্কৃতিক কে মননে চিত্রে ধারণের লক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসে উপস্থিত হন আয়োজন স্থলে। একইসাথে ৩ টি হলরুমে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বাঘবাড়ি যুব, ক্রীড়া ও সমাজকল্যান সমিতির সভাপতি সত্যবান সিংহ এর সভাপতিত্বে ও শিউলি সিনহা ও মনিষা সিনহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কর অঞ্চল ৫ এর যুগ্ম কর কমিশনার কাজল সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের

সিনিয়র কনসালটেন্ট বুলবুল সিংহ, ঢাকা বিপিডিবি উপ-পরিচালক বিমল কুমার সিংহ

মণিপুরী ললিতকলা একাডেমি উপ পরিচালক (অ:দা:) প্রভাস চন্দ্র সিংহ, বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার শুভাশিস সিনহা, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিনহা।

বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিমল কুমার সিংহ বলেন, ছবি আঁকার ফলে শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায়। নিজে কল্পনা করে করে বিভিন্ন রকম ছবি আঁকতে পারে। কোথায় কেমন ছবি আঁকতে হবে, কোথায় কি রং দিতে হবে ইত্যাদি জিনিসগুলো সামঞ্জস্য রেখে নিজে কল্পনা করে এঁকে এঁকে একটি সুন্দর চিত্র অঙ্কন করতে শিখে যায়।

সংগঠনের উপদেষ্টা পবিত্র সিংহ বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সবাই কামনা করে; কিন্তু প্রকৃত কল্যাণ তখনই সম্ভব, যখন সেখানে সেবাই হবে মুখ্য উদ্দেশ্য। সমাজের উন্নতির জন্য শ্রম, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সমাজে সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সেখানে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। কিশোর অপরাধ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও পথশিশুদের পাশে দাঁড়ানো প্রভৃতি।

অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিশু-কিশোর চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে করেন। শিশু-কিশোরের মানসিক বিকাশ সাধন সহ যুব সমাজকে নিয়ে বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা ।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments