দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।
দোয়ারাবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার ওপর পরিকল্পিত হামলা এবং মারধরের ঘটনায় মামলায় সাদ্দাম হোসেন ওরফে সুজন কে গ্রেফতার করেছে পুলিশ।
ঈদের দিন বিশেষ অভিযান চালিয়ে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া এজহারভুক্ত আসামী সুজন উপজেলার সুরমা ইউনিয়নের জিয়াপুর গ্রামের আব্দুছ সোবহানের পুত্র।
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ইফতারের পর বৈষম্যেরবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক আবু সালেহ মো. নাসিম ও সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ফয়সাল জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের কে বেধড়ক মারপিট করা হয়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হলে ঈদের দিন এজহারভুক্ত আসামী সুজন কে গ্রেফতার করা হয়।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার ওপর হামলা ও মারধরের ঘটনায় এজহারভুক্ত এক আসামী কে গ্রেফতার করা হয়েছে।