দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাদিমুল কুরআন করালিয়া ইসলামী ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন ও করালি গ্রামের প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১এপ্রিল) মাদরাসা প্রাঙ্গনে
বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার জমশিদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সহ সভাপতি প্রফেসর ফয়জুল করিম, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম শামীম,বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তি দেলোয়ার হোসেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল,বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাও:আবুল কালাম আজাদ,দোহালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: শওকত আলী, দোহালিয়া ইউপি সদস্য আব্দুল করিম, মাও: আব্দুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী,ব্যবসায়ী আনোয়ার হোসাইন, গিয়াস উদ্দিন, ডা: হারিছ আলী রতন,
বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: জাকির হোসেন,হাবিবুর রহমান হাবিব,সানুর আলী, আলীম উদ্দিন,মাও মনির উদ্দিন, জহির উদ্দিন, মোহাম্মদ আলী, আব্দুন নুর, মাও আব্দুল হক,মোনাজাত করেন মাও মুজাম্মিল হোসেন এছাড়াও এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্র-ছাত্রী ও অবিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আব্দুল কুদ্দুস বলেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত,কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পারে সমাজ ও সমাজের মানুষের উন্নয়নের লক্ষ্যে এবং সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে বিশেষ ভুমিকা পালন করতে। তিনি আরো বলেন-এই প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য বিশেষ করে অত্র এলাকার সকল শ্রেনীর মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাদের উদ্দ্যোগে অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা প্রতিষ্টিত হয়েছে সেই নিবেদিত সুর্য্য সন্তানদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রবাসী সংবর্ধিত সম্মানিত সকল অতিথিদের কে অভিনন্দন জানান!