Wednesday, April 2, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগপবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল আমিন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল আমিন

প্রেস বিজ্ঞপ্তি:::

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা বাসীসহ  বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঈদের  শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জের কৃতি সন্তান সিলেট জেলা যুবলীগের সদস্য মাহমুদুল আমিন।গতকাল যুক্তরাজ্য থেকে এক বার্তায় এ ঈদ শুভেচ্ছা জানান তিনি।

ঈদ শুভেচ্ছা বার্তায় মাহমুদ আমিন বলেন,

সম্মানিত দেশবাসী আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি স্বাধীন সোনার বাংলা এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ‘জাতির পতাকা খামছে ধরেছে পুরানো শকুন’। আমাদের অস্তিত্তের স্লোগান ‘জয় বাংলা’ আজ নিষিদ্ধ! স্বাধীনতার পক্ষে কথা বললেই চলছে নির্যাতনের স্টিম রোলার। দখলদার সুদি ইউনুস ও তার জঙ্গীবাহিনী আওয়ামী লীগ ও মহান মুক্তিযুূদ্ধের পক্ষ শক্তিকে নির্লজ্জভাবে নিধনের মিশন বাস্তবায়ন করছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতে বাংলাদেশ কত যুগ পর ঈদুল ফিতর উদযাপন করছে- তা রীতিমতো গবেষনার বিষয়।

তিনি বলেন, আমি জানি সারাদেশের মানুষের মতো আপনারাও চরম দুঃসময় অতিক্রম করছেন। এমন কঠিন নৈরাজ্যময় পরিস্থিতে ঈদের আনন্দ যে কেমন হতে পারে তা আমরা প্রবাসীরা ভালোই উপলব্দী করছি। শোক আর বেদনায় ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে তবুও আমরা ঈদের আনন্দ পরস্পরের মধ্যে ভাগ করে নিবো।

তিনি আরও বলেন, সবার সময় ভালো কাটুক, এই প্রত্যাশা ও প্রার্থনা। ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই সশ্রদ্ধ সলাম ও শুভেচ্ছা, ঈদ মোবারক।

জয় বাংলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments