Tuesday, April 1, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে নিঃস্বার্থ প্রচেষ্টা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গলে নিঃস্বার্থ প্রচেষ্টা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে শ্রীমঙ্গলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের মানবসেবামূলক সংগঠন ‘নি:স্বার্থ প্রচেষ্টা’।

রবিবার (৩০ মার্চ) বিকাল ৪টায় শহরের রেল গেইট এলাকায় সংগঠনটির উদ্যোগে ১০ টাকার বিনিময়ে ১৫০ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

তরুণদের এই মানবসেবামূলক সংগঠনটি ২০২১ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতি বছর ঈদ উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে তারা। ২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জের বন্যার সময় শুকনো খাবার বিতরণ করে এবং ২০২৪ সালের বন্যায় নোয়াখালীর সোনাইমুড়িতে ৪০০ প্যাকেট শুকনো খাবার প্রদান করে। এছাড়াও, শীতকালে অসহায় মানুষের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ এবং অস্বচ্ছল একটি পরিবারকে নলকূপ স্থাপন করে দেয় সংগঠনটি।

এবারের ঈদ উপহার হিসেবে প্রতিটি ব্যাগে প্রাণের দুধ, নুডুলস, ময়দা ও লাচ্ছা সেমাই প্রদান করা হয়। সংগঠনটির সভাপতি তাসনিম রশিদ মাহাদী জানান, “আমরা প্রথমে ১৩ বন্ধু মিলে এই সংগঠনটি গড়ে তুলি। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ৬০ জন। এটি সম্পূর্ণ মানবসেবামূলক সংগঠন এবং আমরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

সংগঠনটির এই উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের অন্যান্য তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের এই মহৎ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments