Tuesday, April 1, 2025
Homeপর্যটনঈদের ছুটিতে শ্রীমঙ্গল যাচ্ছেন বহু পর্যটক

ঈদের ছুটিতে শ্রীমঙ্গল যাচ্ছেন বহু পর্যটক

নিজস্ব প্রতিনিধি,

 

ঈদের টানা ছু‌টি‌তে নগর-মহানগরে হাঁসফাঁস মানুষ ছুটে যাচ্ছেন বেড়াতে। সবুজের কাছে যেতে শ্রীমঙ্গলকে বেছে নিচ্ছেন অনেকে।

 

অনেক পর্যটকই বলেন, ‘আমরা ছু‌টি‌ পেলেই সবুজে ঘেরা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ছুটে যাই।

 

ঈদে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে গেছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প‌ু‌লিশ প্রশাসন পর্যটক‌দের নিরাপত্তার বিষয়‌টি গুরুত্বসহকা‌রে দেখ‌ছে। প্রস্তুত রয়েছে ট‌্যু‌রিস্ট পু‌লিশও।

 

শ্রীমঙ্গল উপ‌জেলায় পাঁচতারকা রি‌সোর্ট ‘গ্র‌্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’সহ আরও সুন্দর হোটেল-রি‌সোর্ট, ইকো কটেজ ও ইকো ভিলেজ রয়েছে, আছে সুলভ থাকার ব‌্যবস্থাও। পা‌শের উপ‌জেলা কমলগঞ্জে রয়েছে বহু দর্শনীয় জায়গা।

 

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন গণমাধ‌্যম‌কে বলেন, ঈদে পর্যটকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করেছি । ঈদে আমাদের পর্যটক থেকে শুরু করে মৌলভীবাজারবাসী যারা বিভিন্ন পর্যটন স্পট ঘুরতে যাবে তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চ‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ঈদে পর্যটকদের নিরাপত্তায় জেলা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব, বিজিবি সবাই টহলে থাকবে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় আমাদের টহল টিম সার্বক্ষণিক সক্রিয় থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments