গোয়াইনঘাট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ শে মার্চ) আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা’র সভাপতিত্বে ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আমরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফিজ মিসবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন জামায়াতে-ইসলামীর সভাপতি রিয়াজুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, দেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে দেশে এবং দেশের বাহিরে থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র চলছে। নানা জন নানা ভাবে জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও সমালোচনা করছে। আমরা সমালোচনার জবাব সমালোচনা করে না দিয়ে নিজের কর্মের মাধ্যমে সকল সমালোচনার জবাব দিতে হবে। বক্তারা ফেইসবুক রাজনীতি পরিহার করে কর্মীদের মাঠের রাজনীতিতে ফেরার ও আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কাওছার আহমেদ, ইউনিয়ন জামায়াতের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন শাকিল, বায়তুল মাল সম্পাদক আবুল হোসেন সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৃন্দ।