শাহ সুমন,(বানিয়াচং) প্রতিনিধি::
বানিয়াচংয়ে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য একটি চেয়ার স্থাপন করা হয়েছে। এবং ওই চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চেয়ার স্থাপন করা হয়েছে।এই ব্যাতিক্রমধর্মী উদ্যোক্তা বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাজমুল হাসান।
১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় সরেজমিনে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে গিয়ে দেখা যায় সহকারী কমিশনারের নিজ কক্ষে সাতটি চেয়ার রয়েছে।এরমধ্যে একটি চেয়ার নির্ধারিত সারির বাইরে। ওই চেয়ারের উভয় দিকে লেখা রয়েছে সম্মানিত বীরমুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত।এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাজমুল হাসান‘র সাথে আলাপকালে জানান,আমার কার্যালয়ে বিভিন্ন সময় ভূমি বিরোধের শুনানী অনুষ্টিত হয়।
এরকম অনেক সময় বীর মুক্তিযোদ্ধারা আসলে বসার ব্যবস্থা করা যায়না।এছাড়া তারা বর্তমান সময়ে অনেকেই বয়সের ভারে ন্যুয্য। আর কয়েক বৎসর পর হয়তোবা অনেকেই বেচে থাকবেন না। আমি আমার জায়গায় থেকে জাতির শ্রেষ্ট সন্তানদের জন্য এই কাজটি করতে পেরে নিজের ঋণ হালকা করার চেষ্টা করছি।যদিও উনাদের ঋণ কোনদিন শোধ করা যাবেনা।এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এসিল্যান্ড সাহেবের এই উদ্যোগ দেখে খুবই ভালো লাগছে।অত্র উপজেলার আর কোন দপ্তরে এই রকম সম্মান জানানোর উদ্যোগ নাই। উনাকে ধন্যবাদ।
এব্যাপারে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ বলেন, এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। এই রকম উদ্যোগ যেন অন্যান্য দপ্তরেও চালু করা হয়। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া বলেন, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সরকারই ক্ষমতায় আছে। এই সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে, এটাই স্বাভাবিক। এসিল্যান্ড সাহেব কে ধন্যবাদ।এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন,জাতির শ্রেষ্ট সন্তানদের সম্মান জানানোর জন্য আমাদের প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছি।এসিল্যান্ড সাহেব আমার সঙ্গে পরামর্শ করেই এই উদ্যোগটি নিয়েছেন।