দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মাদরাসায়ে মুহাম্মদীয়া মোহাম্মদপুর ও মহব্বতপুর মাদ্রাসার ছাত্র ছাত্রীদের, বিদায়ী সংবর্ধনা, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ( ২৭ মার্চ) বাদ যোহর থেকে শুরু হয় শিক্ষার্থীদের প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, হাদীস শরীফ পাঠ, ইসলামি গজল,
বিদায়ী সংবর্ধনা আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার, পাঞ্জাবী,টুপি, মেয়েদের জন্য বোরকা, বিভিন্ন ইসলামিক বই,খাতা, কলম বিতরণ করা হয়।
হযরত মাওলানা আব্দুস সুবহান সালামী এর সভাপতিত্বে ও মৌওলবী ক্বারী তারেক আহমদ পরিচালনায় বক্তব্য রাখেন হযরত মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা মাহবুব আহমদ মুহতামিম মাদরাসায়ে মুহাম্মদীয়া মোহাম্মদপুর ও মহব্বতপুর, হযরত মাওলানা ক্বারী এরশাদ আলী ।
এসম উপস্থিত ছিলেন,
মোহাম্মদ শামীম আহমদ, সাংবাদিক আবু কাহার হৃদয়, বাচ্চু মিয়া, রবাই মিয়া, জলিল মিয়া, মিলন আহমদ,রুবেল মিয়া, মৌওলবী ক্বারি তারেক আহমদ,মৌলবী ক্বারী যুবায়েল আহমক,রায়হান আহমদ, মুশাহিদ আহমদ, ক্বারী এরশাদ আহমদ, ক্বারী আব্দুল কাদির, উকিল মিয়া, রুবেল মিয়া, ইজহার আহমদ, এলাকার মুরুব্বি বিন্দু, যুবক বিন্দু, শিক্ষক, শিক্ষিকা বিন্দু, শিক্ষার্থী বিন্দু প্রমুখ।