Monday, March 31, 2025
Homeসিলেট বিভাগসিলেটজাফলংয়ে ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাফলংয়ে ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

 

সিলেটের গোয়াইনঘাটে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাফলং পর্যটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে হোটেল দ্যা ভিউ রেস্টুরেন্টে গোয়াইনঘাট উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য দেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান রিপন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ওমর ফারুক, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, ইউপি সদস্য আব্দুল মান্নান, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, তামাবিল মাইক্রো ষ্ট্যান্ড এর সভাপতি হেলাল আহমদ, জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সভাপতি আমির উদ্দিন, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের সভাপতি বাছির উদ্দিন, জাফলং ট্যুরিষ্ট গাইড ও ফটোগ্রাফার সমিতির সভাপতি সাজু মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, পর্যটনকেন্দ্র জাফলংসহ গোয়াইনঘাটের সকল পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও তাঁদের ভ্রমণ নির্বিঘ্নকরণে উপজেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে। দেশের বিভিন্ন যায়গা থেকে আসা পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করে যেতে পারে সেদিকে উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার থাকবে। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতে প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নিযুক্ত থাকবে। পর্যটনকেন্দ্রে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি, স্থানীয় জনপ্রতিনিধি, গোয়াইনঘাট থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, আনসার, গ্রাম পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যৌথভাবে কাজ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments