মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে দিনের শুরুতে শহিদ মিনারে পুষ্পস্তক অর্পণ করা হয়। দুপুরে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মনিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ মোহন সিংহ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ। সংগীত প্রশিক্ষক সুতেপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার শুভাশিস সিনহা সমীর।
পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।