Saturday, March 29, 2025
Homeলিড সংবাদহ‌বিগঞ্জে ট্রাকচাপায় তাবলীগ জামাতের ২ সদস্য নি*হ*ত

হ‌বিগঞ্জে ট্রাকচাপায় তাবলীগ জামাতের ২ সদস্য নি*হ*ত

নিজস্ব প্রতিনিধি,

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তাবলীগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীর পাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

 

অন্যদিকে আহতরা হলেন- টাঙ্গাইল জেলার জেলার আল-মামুন (৬৫), অটোরিকশার চালক ও উপজেলার মানিকা বাজার এলাকার মঞ্জুব উল্লার ছেলে বাচ্চু মিয়া (৩০)।

 

পুলিশ জানায়, বাহুবল থানার চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামাতে আসেন তাঁরা। আজ সকালে অটোরিকশার করে চলিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর মসজিদে যাচ্ছিলেন তারা। পথে আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কের ওপর রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন আরও দুইজন। এ ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

 

খবর পেয়র বাহুবল থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments