Sunday, March 30, 2025
Homeজাতীয়মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব।

দিবসের শুরুতেই প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এর নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহিদ মিনারে এসে পৌঁছায়। সেখানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, সদস্য ঝলক দত্ত, মিজানুর রহমান আলম, শামসুল ইসলাম শামীম-সহ আরও অনেকে।

 

শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকরা বলেন, স্বাধীনতার এই মহিমান্বিত ইতিহাস জাতির প্রেরণার উৎস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় গৌরব। ভবিষ্যত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই হবে আমাদের প্রধান দায়িত্ব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments