পিন্টু দেবনাথ :
বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দীর্ঘায়ু কামনা সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার আহমেদ রহমান এ আয়োজন করেন।
মঙ্গলবার (২৫ মার্চ) মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী।
জেলা বিএনপির সদস্য মাহবুব ইজদানী ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, মোশাররফ হোসেন বাদশা, মতিন বকস, মাহমুদুর রহমান, মহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, আব্দুল হক, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ, বিশিষ্ট ব্যাংকার আবু তাহের, জেলা জামায়াত ইসলামীর সহ সম্পাদক আলাউদ্দিন শাহা, পৌর শাখার আমীর তাজুল ইসলাম, সেক্রটারী মুর্শেদ চৌধুরী, খেলাফত মজলিসের মাও: ফখরুল ইসলাম, মুহিবুর রহমান, কাজী হারুনুর রশীদ, জেলা উলামাদলের সভাপতি আব্দুল রহিম মজুমদার, সেক্রেটারী সালেহ আহমেদ, ছাত্রশিবির শহর সেক্রটারী কাজী দাইয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবীর, গণঅধিকার পরিষদের সভাপতি অপু রায়হান, যুবনেতা এম এ নিশাত, মামুন আহমদ, রাকিব আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সেচ্ছাসেবকদল নেতা আব্দুল হান্নান, আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ,মামুনুর রশীদ, রুয়েল আহমদ সাজ্জাদ আহমেদ শাহান,শাহরিয়ার আমিন শামসুল ইসলাম নিয়াজ উদ্দিন সাগর আহমেদ সাইফুল ইসলাম সোহেল, সৈয়দ নাহিদ, মফিজ আহমদ, আলম আহমদ, খসরু আহমদ, মাহফুজুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরো দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।