দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাল নাগাদ ভোটারের ছবি তুলার কেন্দ্র পরিদর্শন করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোসারফ খান।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টায় দোহালিয়া ইউনিয়ন পরিষদের (২০২৫ সালের) হাল নাগাদ ভোটারের ছবি তুলার কেন্দ্র পরিদর্শন করেন তিনি, পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক সুমন আহমদ, সমাজ সেবক নুর হোসেন মো. আব্দুল্লা, ইউপি সদস্য মফিজুর রহমান (পর্তাব), মাস্টার কাজী শাহজাহান, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ সদস্যরা ও দায়িত্বরত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন কালে নির্বাচন কর্মকর্তা ভোটারের তথ্য সঠিক ভাবে উপস্থাপন করার কথা বলেন। ছবি তুলতে আসা কেউ যেন হয়রানির শিকার না হয়, সব নতুন ভোটার গণ যাতে ছবি তুলতে পারে সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন।