নিজস্ব প্রতিনিধি,
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে চালকসহ ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উজানীগাঁও মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে৷
আহতদের নাম জানা যায়নি। বাসের সবযাত্রী দিরাই ও শাল্লা উপজেলার বাসিন্দা। আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন। গুরুতর আহত বাসচলকসহ দুইজনকে সিলেটে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শান্তিগঞ্জের উজানীগাঁও মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসকে ধাক্কা দেয়। এতে সিলেটগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ার সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
এ সময় বাসের চালকসহ ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসে আটকে থাকা চালককে উদ্ধার করে। আহত যাত্রীরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে বাসের চালক ও একজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।