Friday, March 28, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে আনসার ও ভিডিপির ইফতার 

কমলগঞ্জে আনসার ও ভিডিপির ইফতার 

 

 

পিন্টু দেবনাথ :

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার আনসার ও ভিডিপির কার্যালয়ের সম্মুখে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর সৌজন্যে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষায় সকল ইউনিয়ন দলনেতা /দলনেত্রী, ওয়ার্ড দলনেতা /দলনেত্রী , আনসার প্লাটুন কমান্ডার এবং সহকারী আনসার প্লাটুন কমান্ডার গনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং বাহিনীর সমৃদ্ধি কামনা করেন।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments