ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের উদ্যোগে ১৩০০-এর বেশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৫০০ টাকা করে এই অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার(২৫ মার্চ) সকালে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুদান প্রদান করা হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ এবং দেবাশীষ ধর পার্থ ও মো: আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এবং সংগঠনের সহ-সভাপতি মোসাব্বির আল মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মকসুদ আলী।
এই মহতী উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছে, যা প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।