Wednesday, March 26, 2025
Homeসিলেট বিভাগসিলেটগোলাপগঞ্জে যুবলীগ নেতা মাহমুদুল আমিনের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

গোলাপগঞ্জে যুবলীগ নেতা মাহমুদুল আমিনের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

গোলাপগঞ্জ প্রতিনিধি:::

সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ নেতা মাহমুদুল আমিন (হাসান) এর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার সময়  ২নং গোলাপগঞ্জ ইউনিয়নের অন্তর্গত চৌঘরী মোকাম মহল্লায় (মোকাম বাড়ি) তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের হামলায় তার অসুস্থ মা ও আট বছর বয়সী বাগ্মী আহত হয়।মাহমুদুল আমিন (হাসান) ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমান সিলেট জেলা  যুবলীগের কার্যনির্বাহী  সদস্য।এছাড়াও তিনি “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট” গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

মাহমুদুল আমিনের মা দিলারা বেগম বলেন, ‘বিশ থেকে পঁচিশ  জন যুবক আমাদের বাসার দরজা ভেংগে প্রবেশ করে এবং বাসার সব জিনিসপত্র ভেংগে আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যায় । তখম আমি বাঁধা দিলে দুর্বৃত্তরা আমাকে মারধর করে, আমার সন্তানকে থাপ্পড় মারে।মিনিমাম ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ সন্ত্রাসীরা আমার ছেলেকে আক্রমনের উদ্দেশ্যে অনেক খুঁজাখুঁজি করে, কিন্তু সে দেশের বাইরে থাকায় প্রানে বেঁচে যায়। অতঃপর তারা হুমকি দিয়ে যায়, আমার ছেলে মাহমুদুল  আমিন (হাসান) কোনদিন দেশে আসলে তারা তাকে প্রানে হত্যা করবে।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের ন্যায় গোলাপগঞ্জেও দুর্বৃত্তরা আওয়ামীলীগ সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। এরই ধারাবাহিকতায় যুবলীগ নেতা মাহমুদুল  আমিনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে।

এবিষয়ে মাহমুদুল  আমিন  মুঠোফোনে  প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ‘গত ১১ বছর আমি আওয়ামীলীগ সরকার দলীয় রাজনীতি করেছি।আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম এবং বর্তমান সিলেট জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য হিসেবে আছি। দুর্বৃত্তরা যখন আমার বাড়িতে আক্রমণ করে তখন আমি বাড়িতে ছিলাম না। আমি বিগত কয়েকমাস থেকে যুক্তরাজ্যে বসবাস করছি। আমি দেশের বাইরে থাকাকালীন আমার বাড়ি লুটপাট, ভাঙচুর ও পরিবারের সদস্যদের উপর হামলা।হয়তো আমি দেশে থাকলে এ দুর্বৃত্তরা  হিংস্র হয়ে আমার উপর আক্রমণ করত।মানুষ এত হিংস্র হতে পারে পৃথিবীর ইতিহাসে সত্যিই তা বিরল ঘটনা। আমার অসুস্থ মাকে  তারা মারধর করেছে এবং আমার ৮ বছরের ভাগ্নীকে তারা ছাড় দেই নি। কি অপরাধ আমার, রাজনীতি করা কি অপরাধ। আমি তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments