Saturday, March 29, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতক গোল চত্বরে সড়ক দু*র্ঘট'নায় দুই জনের ম*ত্যু একজনের অবস্থা আ*শ'ঙ্কাজ'নক

ছাতক গোল চত্বরে সড়ক দু*র্ঘট’নায় দুই জনের ম*ত্যু একজনের অবস্থা আ*শ’ঙ্কাজ’নক

 

 

 

ছাতক প্রতিনিধিঃ

এই প্রাণী সুনামগঞ্জ জেলার ছাতকে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটেছে। রবিবার

(২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটর সাইকেল,একটি ড্রাক ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা’র ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

 

দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র।

 

অপর আহত হোসাইন আহমদকে সিলেটের আল- হারামাইন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments