পিন্টু দেবনাথ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার ২৪ মার্চ সকাল ১১ টায় ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০ কেজি করে ১৩০৭ পরিবারের মধ্যে এসব ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার কমলগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিতাংশু কর্মকার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিষুভূষন দেব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, ইউপি সদস্য ধনা বাউরী, জুনেদ আহমদ খান, জাকির হোসেন, রাসেল আহমদ চৌধুরী, শাহান পারভেজ, মহিলা সদস্য খোশবা বেগম, রেজিয়া বেগম, পপি বেগম প্রমুখ।