ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থা ও দৈনিক যায়যায়দিন পাঠক ফোরামের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ), ২২ রমজান, শহরের আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো: শফিকুল ইসলাম রুম্মনহ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাজ্জাদ হোসেন চৌধুরী , শ্রীমঙ্গল-কমলগঞ্জ ট্যুরিস্ট পুলিশ এর অফিসার ইনচার্জ মো: কামরুল ইসলাম চৌধুরী, হোটেল বালিশিরা রিসোর্টের অপারেশন এন্ড এডমিন জাহানারা আক্তার, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ এর পাবলিক রিলেশন ম্যানেজার পলাশ চৌধুরী, হোটেল ইসাকী এমোসের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান আশরাফি, সদস্য সচিব ও মাই টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কাজী কামরুল ইসলাম বাবুল, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, বাংলাদেশ প্রতিক্ষণের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ঝলক দত্ত, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. রুবেল আহমেদ, দৈনিক খোলাচিঠির বার্তা সম্পাদক নান্টু রায়, মানবাধিকার কর্মী গোলাম রহমান মামুন, সাংবাদিক নুর মোহাম্মদ সাগর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী প্রিতম পাল, নবদূত পাবলিকেশনের টেরিটরি অফিসার চঞ্চল দাস এবং লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী পিলা পত্মী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা সমাজ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং রমজানের মহিমা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন। সভাপতি মো: : শফিকুল ইসলাম রুম্মন দোয়া ও ইফতার শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।