Wednesday, March 26, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল থানার অভিযানে চুরি যাওয়া পিকআপ গাড়ি উ*দ্ধার, গ্রে*ফ*তার ১

শ্রীমঙ্গল থানার অভিযানে চুরি যাওয়া পিকআপ গাড়ি উ*দ্ধার, গ্রে*ফ*তার ১

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারে গত ১৮ মার্চ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় চুরি যাওয়া একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

চুরি যাওয়া পিকআপ গাড়ির চালক মোঃ সোহেল মিয়া সেদিন তারাবির নামাজ পড়ার জন্য সিন্দুরখাঁন বাজার কেরানী জামে মসজিদের সামনে গাড়িটি পার্ক করে, লক করে মসজিদের ভেতরে যান। নামাজ শেষে বের হয়ে দেখতে পান, তার পিকআপটি আর সেখানে নেই।

অজ্ঞাতনামা চোরচক্র পিকআপটির লক ভেঙে চুরি করে নিয়ে যায়। পরে গাড়ির চালক থানায় অভিযোগ দায়ের করলে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম-এর সার্বিক দিক নির্দেশনায় চোরাই যান উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশের একটি চৌকস দল অভিযান শুরু করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান-এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে গাড়ি চুরির ঘটনায় জড়িত মোঃ তোফায়েল মিয়া (২৬), পিতা-তুরুক মিয়া, সাং-কুঞ্জবন, ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ মার্চ দুপুর ২:৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকায় অভিযান চালানো হয়। সেখানে জনৈক ফজর আলী-এর টিনের বসতঘরের সামনের কাঁচা রাস্তার উপর থেকে চুরি যাওয়া মাহিন্দ্রা বলেরো মেক্সি ট্রাক পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, চুরির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments