পিন্টু দেবনাথ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আলেচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর, ২নং পতনঊষার ও ৩নং মুন্সীবাজার ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের সমূহের আয়োজনে মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী সায়েস্তা ও ছাত্রনেতা মো মিনহাজ রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপি নেতা ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, পৌর বিএনপির নেতা শফিকুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ময়ূীন ফারুক, রহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিপার আহমেদ তরফদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন তরফদার।
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহ্বায়ক তারেক খন্দকার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, এমদাদুল হক, মকবুল হোসেন, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার, যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, মীর এম এ সালাম, টিটু দাসসহ নেতৃবৃন্দ।
ইফতার মাহফিল শেষে মরহুম সিরাজুল ইসলাম তরফদার ও সাব্বির আহমেদ তরফদারের কবর জিয়ারত করেন প্রধান অতিথি মো. মহসিন মিয়া মধু সহ বিএনপির নেতৃবৃন্দ।