Tuesday, March 25, 2025
Homeরাজনীতিসিলেটে গ্রে*প্তা*রের ৮ ঘণ্টার মধ্যে জামিনে বৈষম্যবিরোধী আন্দোলনের সেই আহ্বায়ক

সিলেটে গ্রে*প্তা*রের ৮ ঘণ্টার মধ্যে জামিনে বৈষম্যবিরোধী আন্দোলনের সেই আহ্বায়ক

সিলেট প্রতিনিধি,

 

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হট্টগোলের ঘটনার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন জামিন পেয়েছেন। গ্রেপ্তারের প্রায় ৮ ঘণ্টার মধ্যে তিনি আজ রোববার বেলা ২টার দিকে মহানগর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত থেকে জামিন পান।

 

এর আগে আক্তারের জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালতের বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন শাহপরান থানার জিআরও শামীমা আক্তার।

 

আজ রোববার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে আক্তারকে গ্রেপ্তার করে মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তারসহ ১৫-২০ জনের বিরুদ্ধে গতকাল শনিবার রাতে শাহপরান থানায় এনসিপি ইফতার মাহফিলে হামলা ও হট্রগোলের অভিযোগে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত। এতে ৭ জনের নাম উল্লেখ করা হয়।

 

গতকাল নগরীর বালুচর এলাকার একটি কনভেনশন হলে এনসিপির ইফতার মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের দায়িত্বশীল কাউকে বক্তব্যের সুযোগ না দেওয়া নিয়ে হট্রগোল ও দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে বাধার সম্মুখীন হন সাংবাদিকরা। এক পর্যায়ে তারা ইফতারের আগমুহূর্তে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। হামলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ওইদিন রাতে শাহপরান থানায় মামলা করার পর আজ ভোর রাতে আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

 

মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানিয়েছেন, আক্তার হোসেন জামিন পেয়েছেন। তাকে ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছিল। আক্তার সিলেটের মদন মোহন কলেজের ছাত্র ও হাউসা গ্রামের আব্দুল মুনিরের ছেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments