Sunday, March 23, 2025
Homeরাজনীতিজামাতদোয়ারাবাজারে ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল 

দোয়ারাবাজারে ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা উত্তর সাথী শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) উপজেলার বাংলাবাজারে এই কর্মসূচী সম্পন্ন করে সংগঠনটি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ,ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা’র সাবেক অর্থ সম্পাদক শামিম আহমদ কবির।

এতে বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ইসলামী ছাত্র শিবিরের ভিশন। পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। মানবজাতির মুক্তি ও কল্যাণের পথনির্দেশিকা রয়েছে এই মহাগ্রন্থ আল-কোরআনে। কোরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার জন্য তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রমজানের সাওম বা রোজা ফরজ করা হয়েছে। ইসলামী কল্যাণ রাষ্ট্রে উত্তরণের জন্য প্রয়োজন তাকওয়াবান ব্যক্তি গঠন। আর তাকওয়াবান ব্যক্তি গঠনে একক ভাবে কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

বক্তারা আরও বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটি; সেটি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি সেটাকে সামনে রেখেই এই উপহারটি সবার মাঝে বিতরণ করে আসছি।

এসময় কোরআন উপহার পাওয়া সাধারণ শিক্ষার্থী হাফেজ আরিফ আহমদ বলেন,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। মুসলিম হিসেবে আমাদের সকলের উচিত অর্থসহ কোরআন পড়া।

শিবির আমাদের এ কাজটি করতে উৎসাহ দিচ্ছে। আমরা আশা করব, আগামী দিনগুলোতেও ছাত্রশিবিরের এমন কার্যক্রম চলমান থাকবে।

ছাত্র শিবির দোয়ারাবাজার উপজেলা উত্তর সাথী শাখা’র সভাপতি আজিজুর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি মেরাজুল হক শাহিন’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র শিবির দোয়ারা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন,কলাউড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ, দোয়ারা উত্তর সাথী শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments