Sunday, March 23, 2025
Homeরাজনীতিসিলেটে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল

সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল

সিলেট প্রতিনিধি,

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও নিতে গেলে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। এর প্রেক্ষিতে সাংবাদিকরা ইফতার অনুষ্ঠান বয়কট করে চলে আসেন। ইফতারের পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।

 

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের বালুচর আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক ৭-৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমন সময় মঞ্চের সামনে দলটির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার ভিডিও চিত্র ধারণকালে ডিবিসি নিউজ, সিলেট ভিউ, খবরের কাগজ, সিলেটের কাগজ, ঢাকা পোস্টের প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসেন।

 

পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে তারা সরে গেলেও পরবর্তীতে ইফতার না করেই সাংবাদিকদের বড় একটি অংশ কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসেন। এছাড়াও ছাত্রদের একটি পক্ষ ইফতার না করেই বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতাকর্মীদের গালিগালাজ করেন।

 

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদবির এক নেতা জানান, বৈষম্যেবিরোধী ছাত্রদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাসির, গালিবসহ অন্তত ২৫/৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যায়। ইফতার পরবর্তীতেও তরা হাতাহাতিতে জড়ায়।

 

এদিকে ইফতারের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন। তার বক্তব্য স্যোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত হয়েছে।

 

তিনি বলেন, সেনানিবাসের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। এ ধরনের হস্তক্ষেপ আমাদের কাছে কাম্য নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments