Sunday, March 23, 2025
Homeআন্তর্জাতিকফিলিস্তিনে ব*র্বরো'চিত হা*ম'লার প্রতিবাদে সুরমা ইউনিয়নে মুসলিম জনতার বি'ক্ষো'ভ মিছিল ও প্রতি*বাদ...

ফিলিস্তিনে ব*র্বরো’চিত হা*ম’লার প্রতিবাদে সুরমা ইউনিয়নে মুসলিম জনতার বি’ক্ষো’ভ মিছিল ও প্রতি*বাদ সভা 

 

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নে মুসলিম জনতার ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে মহব্বতপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

২২ ( মার্চ ) ২০২৫ শনিবার বাদ যোহর,

এসময় বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’ ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’ ‘বিশ্বের মুসলিম এক হও , ফিলিস্তিন স্বাধীন করো’ ইহুদীদের পন্য বয়কট বয়কট সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

 

সমাবেশে বক্তরা বলেন,

এই ইহুদীদের কোনো যায়গা ছিলনা মুসলমানরা তাদেরকে যায়গা দেয়ার কারণে আজকে তারা শিশুদের, নারীদের, গজায় বোমা মারে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করে নিহত করেছে,তখন মুসলমানরা যদি তাদের যায়গা না দিত তাহলে তারা এখন এই সাহস পেতনা। আমরা আমাদের দেশ থেকে তাদের জন্য দোয়া করব, এবং তাদেরকে কোনো ভাবে সহযোগিতা করব না টাকা পয়স দিয়ে।আমরা তাদের পন্য না কিনে অন্য পন্য গুলো নিয়ে আসব। পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে। আমাদের জান মাল দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস স‍্যার এর কাছে আহবান জানান ইহুদীদের সকল পন্য বয়কট করার জন্য।

 

মোঃ রেজাউল করিম আবরার এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,

হযরত মাওলানা মাহবুব আহমদ সুনামগঞ্জ জেলা মানবাধিকার কর্মী মাদরাসায়ে মুহাম্মদীয়া মুহাম্মদ ও মহব্বতপুর মাদরাসা মুহতামিম, হযরত মাওলানা মুতিউর রহমান, মুহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ তারেক মাহমুদ, মুহাম্মদ রাজিব আহমদ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ জয়নাল আবদীন সভাপতি মাদরাসায়ে মুহাম্মদীয়া মোহাম্মদপুর ও মহব্বতপুর, হযরত মাওলানা আনোয়ার হোসেন মুহতামিম নোয়াপাড়া রসরাই নূরে মদিনা মাদ্রাসা, মাওলানা আব্দুস সুহবান সালামী শিক্ষা সচিব মাদরাসায়ে মুহাম্মদীয়া মুহাম্মদ ও মহব্বতপুর মাদ্রাসা, মাওলানা সাইফুল ইসলাম সাদী, মাওলানা ক্বারী ইজহারুল ইসলাম শিক্ষা সচিব খাগুরা তাওয়াক্কুলিয়া মাদ্রাসা, মারফত উদ্দিন কবিরাজ সভাপতি মহব্বতপুর বাজার কমিটি, নুর উদ্দিন, এইচ এম নাঈম আহমদ,ইকরাম হোসেন প্রমুখ।

 

বিভিন্ন মাদ্রাসা ও এলাকার তাওহীদী জনতা,যুবক মুরুব্বী, চাকরিজীবী, শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments