গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে সাহেল শাহরিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা বলেন, সাহেল শাহরিয়ার অত্যন্ত ভদ্র ছেলে। তাকে মোটরবাইক গতিরোধ করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। যারা সাহেলকে হত্যা করেছে তারা এখনো বাইরে ঘুরাফেরা করছে। আমরা প্রশাসনকে হুশিয়ার করছি, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার খুনিদের গ্রেফতার করুন। না হয় অবরোধের মতো আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।
শুক্রবার বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গোয়াইনঘাটের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এসব কথা বলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাহেল শাহরিয়ার বাবা মুজিবুর রহমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আহমদ ও আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্য আজমল হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসেন, সমাজসেবক ওমর ফারুক, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দ রব, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, গোয়াইনঘাট মোটরবাইক সমবায় সমিতির নেতা তানজিম রানা ও আল-আমিন আহমদ প্রমুখ।