গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে গণঅধিকার পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠন জাফলং শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় জাফলংস্থ জেলা পরিষদ পিকনিক সেন্টারে ইফতার ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও শ্রমিক-অধিকার পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহী নাঈম লস্কর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুল আল মামুন সুজন, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ খাঁন, ইসলামি আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন সরকারসহ গণঅধিকার পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় সভায় বক্তারা দলটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থের যে স্লোগানকে ধারণ করে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে সেই লক্ষ্যে অটুট থেকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদিন।