দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে রুয়েল মিয়া নামে এক ইতালি প্রবাসী ও তার বড় ভাই মোঃ আব্দুল মতিন’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহর সিলেটে রেফার করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে গেলে রুয়েল মিয়ার অবস্থা আশংকা জনক হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার(১১ মার্চ) বিকেলে উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের পাশে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত রুয়েল মিয়ার বড় ভাই মোঃ আব্দুল মতিন বাদি হয়ে আমল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন দোহালিয়া ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের আব্দুল করিম(৫৫) তার পুত্র ইকবাল হোসেন (২৮) নৈনগাঁও গ্রামের খুর্শিদ আলী,(৬০) ফারুক মিয়া(৩৫) তাজুল ইসলাম (৪৫) মিজানুর রহমান (২৬) আবুল মিয়া,(৩২) বাবলু মিয়া(৩০)
মামলা সুত্রে জানা যায়, উপজেলার দোহালিয়া ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের রুয়েল মিয়ার সাথে একই গ্রামের আব্দুল করিমের সাথে জমি সংক্রান্ত বিষয়ে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত দেড় বছর আগে রুয়েল মিয়া আব্দুল করিমের কাছ থেকে বাড়ির রাস্তার জন্য দেড় শতক জমি ক্রয় করেন। টাকা দেওয়ার পরে শুরু হয় তালবাহানা বিভিন্ন তারিখ করেও জমি খরিদকৃত কাগজ করে দেন না।
বিগত দেড় বছরে বহুবার পঞ্চায়েতের মাধ্যমে শালিস করার পর কিছুদিন আগে রাজি হন খরিদকৃত জমি কাগজ করে দিবেন। সেই হিসেবে গত (১১ মার্চ) মঙ্গলবার দুই পক্ষ জমির কাগজ করতে দোয়ারাবাজার সাব রেজিস্ট্রি অফিসে গেলে আব্দুল করিম বলেন আমাকে আরো ২ লক্ষ টাকা দিলে জমি রেজিস্ট্রি করে দিব। এসব নিয়ে বাকবিতন্ডায় জরালে হঠাৎ করে আব্দুল করিমের আত্মীয় নৈনগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামের নেতৃত্বে ৭-৮ জন মানুষ এসে ফিল্ম স্টাইলে দুই ভাইয়ের উপর মোটরসাইকেলের চেইন লাঠিসোঁটা দেশিও অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।
হামলায় ইতালি প্রবাসী রুয়েল মিয়ার দাঁত মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে আঘাত করে। এবং তাদের সাথে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।