Sunday, November 24, 2024
Homeসারাদেশসারা বিশ্ব বিশ্ময় প্রকাশ করছে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে: ডেপুটি স্পিকার

সারা বিশ্ব বিশ্ময় প্রকাশ করছে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক:::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ এখন সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সারা বিশ্ব এখন বিশ্ময় প্রকাশ করছে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে। বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটে বিশ্বাসী না। তারা অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ কার্যক্রম পরিচালনা করে বাইরে শক্তির সঙ্গে যুক্ত হয়ে এদেশে যেন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হতে পারে সে চেষ্টা করছে। এরা গণতান্ত্রিক ধারায় অভ্যস্ত নয়। তাদের দল গণতান্ত্রিক ধারা বা জনগণের জন্য প্রতিষ্ঠিত হয়নি। জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায়মুক্তি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দল করেছে। সে গণতন্ত্র বিরোধী একটি দল। এদলের নেতারা বিভিন্ন দন্ডে দন্ডিত হয়ে পলাতক। তাদের কথায়তো আর দেশ চলবে না, দেশ চলবে এবং নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। যে দল গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা বিজয়ী হবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার শামসুল হক টুকু।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর সুগারক্রপ গবেষনা ইন্সটিটিউট(বিএসআরআই)মিলনায়তনে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা সংবাদ সাত দিনের প্রকাশনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ডিপুটি স্পিকার আরও বলেন, মুক্তিযুদ্ধে চেতনায় ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশ। পদ্মা সেতু, এলিভেট এক্সপ্রেস, কর্ণফুলী টার্নেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশে চলমান উন্নয়ন দেশে সারাবিশ্ব বিস্ময় প্রকাশ করছে। এদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সরকার বারবার দরকার।

সংবাদ সাত দিন পত্রিকার প্রধান সম্পাদক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.ওমর আলী, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী অফিসার সবীর কুমার দাশ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments