পিন্টু দেবনাথ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সদর ইউনিয়নে ৭৯২ জন এরমধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ মার্চ সকালে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
এ সময় ট্যাগ অফিসার কমলগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রাকিব, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব সুলেমান হাসান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব সুলেমান হাসান বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১০ কেজি করে ৭৯২ জনকে চাল দেয়া হয়।