Friday, March 21, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারহৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল এর উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় ১২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টায় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই খাদ্য বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হৃদয়ে শ্রীমঙ্গল এর অন্যতম সমন্বয়ক ফয়সল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রাকিব রাজু।

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমন্বয়ক মোঃ আব্দুল মজিদ ও আব্দুর রহমান খান পাশা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খাদ্য বিতরণ কর্মসূচির সহযোগী সমন্বয়ক আব্দুল রব রুবেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মসূচির অন্যতম সমন্বয়ক মোঃ মোবারক হোসেন এবং স্বাগত বক্তব্য দেন কর্মসূচির উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য জালাল উদ্দিন জিপু, রমজান খাদ্য বিতরণ কর্মসূচির উপদেষ্টা একরামুল কবীর, মছদ্দর আলী, প্রতাপ গোয়ালা ও কাজী কামরুল ইসলাম বাবুল।

 

যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংগঠনের প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস বিশেষ বক্তব্য প্রদান করেন। এছাড়া কর্মসূচির সমন্বয়ক রুবেল আহমেদও বক্তব্য রাখেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।

 

এসময় বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গল বিগত পাঁচ-ছয় বছর ধরে শ্রীমঙ্গল উপজেলাজুড়ে নানাবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, রোগগ্রস্তদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, বেকার জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়।

প্রত্যেক পরিবারের জন্য প্রস্তুতকৃত ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু,পিয়াজ, তেল, লবণ ও চানা।

বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্য সংগঠন ও বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিত। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ কেবল রমজানেই নয়, সারা বছর ধরে চলমান থাকলে সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হৃদয়ে শ্রীমঙ্গল ভবিষ্যতেও মানবতার সেবায় তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments