Thursday, March 20, 2025
Homeলিড সংবাদগোয়াইনঘাট সী*মান্তে ভা*রতীয় খাসিয়ার গু*লি'তে গু*লি*বি*দ্ধ:২

গোয়াইনঘাট সী*মান্তে ভা*রতীয় খাসিয়ার গু*লি’তে গু*লি*বি*দ্ধ:২

 

মতিউর রহমান গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই  বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন।বুধবার( ১৯ মার্চ) বিকাল ৩ টার দিকে  বিছনাকান্দি সীমান্তে মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ দুজন  হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া(২২) ও তার আপন চাচা  আক্তার হোসেন।  গুলিবিদ্ধ দুজন সম্পর্কে আপন  চাচা ভাতিজা। তারা  দুজন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

 

স্থানীয় বাসিন্দা সামিম মিয়া জানান,সীমান্তে চিনি আনতে গিয়ে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন। গুলিবিদ্ধ হয়ে তাঁরা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।

 

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক  এলাকায় ভারতের অভ্যান্তরে গুলিবিদ্ধ ইয়ামিন মিয়া, আক্তার হোসেন  সহ একদল বাংলাদেশী চোরাকারবারি ভারতের সীমান্তের ওপারে চিনি আনতে যান।এসময় চোরাকারবারিরা খাসিয়াদের সাথে টাকা পয়সার  লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি ছোড়া গুলি ছুঁড়ে। এতে দুই জন গুলিবিদ্ধ হন।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি র)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ  নাজমুল হক  জানান ,সীমান্তের ওপারে  দুজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় খাসিয়ার সাথে চোরাচালানি লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফর) নিকট প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে, বলে জানিয়েছেন  তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments