Friday, March 21, 2025
Homeখেলাধুলাহামজাকে বাংলাদেশের মেসি বলে আখ্যায়িত করলেন জামাল ভূঁইয়া

হামজাকে বাংলাদেশের মেসি বলে আখ্যায়িত করলেন জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক,

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে হামজা দেওয়ান চৌধুরীর। আর মাত্র দুই দিন পর লাল-সবুজের জার্সিতে অভিষেক করবেন তিনি। তার আগেই বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হামজা। তা দেখে হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল ভূঁইয়া।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,  ‘হামজা বাংলাদেশের মেসি।’

 

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই আরও কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী। তবে বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে জামাল ভূঁইয়ার হাতেই। সংবাদ সম্মেলনে তাকেই দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

 

তাই হামজাও জাতীয় দলের অভিজ্ঞতায় জামালদের কাছ থেকে শেখতে চান। তিনি বলেন, জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।

 

ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

 

জামাল বলেন, সে ( সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।

 

উল্লেখ্য, সোমবার দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে। এরপর বিকাল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

সেখানে একদিন কাঁটিয়ে গতকাল ঢাকায় পৌঁছেছেন হামজা। আজকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করে ভারতের বিমানে উঠবেন এই ডিফেন্সিফ মিডফিল্ডার। আর আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments