Wednesday, March 19, 2025
Homeবিনোদনইফতারে রাখতে পারেন হালের জনপ্রিয় বাদাম শরবত!

ইফতারে রাখতে পারেন হালের জনপ্রিয় বাদাম শরবত!

 

 

বিনোদন প্রতিবেদক :

এবার রমজানে ক্রমশঃ গরম বাড়ছে। তাই ইফতারে প্রতিদিন রাখতে পারেন বিভিন্ন রকমের শরবত। আজ রইলো বাদাম শরবতের রেসিপি। দুধ আর বাদাম দিয়ে তৈরি এই সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর পানীয় তৈরির রেসিপি দিয়েছেন জান্নাত রুমু। বিভিন্ন ধরনের শরবতের মধ্যে হালের জনপ্রিয় পানীয়টির রেসিপি জেনে নেওয়া যাক।

 

উপকরণ :

তরল দুধ ৪ গ্লাস, ঘি আধা চা চামচ, চিনি ৩ চামচ, জাফরান ১টি পাপড়ি (চাইলে বাদ দিতে পারেন), কাঠবাদাম পেস্ট ১/২ কাপ, কাজুবাদাম কুচি ১ চামচ।

 

তৈরির প্রণালি :

প্রথমে একটি সসপ্যানে দুধ, জাফরান ও ঘি দিয়ে তরল দুধ ফুটিয়ে নিন। দুধের পরিমাণ অর্ধেক হলে তা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার এতে মিশিয়ে নিন কাঠবাদাম পেস্ট ও চিনি। শরবতে ক্রিমি ভাব আনতে চাইলে ব্লেন্ডারে দুইবার ব্লেন্ড করে নিতে পারেন।

 

এবার মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ব্যস, পরিবেশনের আগে ওপরে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু বাদামের শরবত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments