Wednesday, March 19, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জঘরে নববধূ, পানি আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্বামীর

ঘরে নববধূ, পানি আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্বামীর

নিজস্ব প্রতিবেদক,

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম সাইদুল ইসলাম (২৫)। তিনি বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

 

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, নিহত সাইদুল ইসলাম কৃষি কাজ করতেন। তার নববিবাহিত স্ত্রী রয়েছেন। কয়েক মাস আগে তিনি বিয়ে করেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তার মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে হঠাৎ করে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামের সাইদুল ইসলাম বাড়ির সামনের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোররাতে ঝড়-বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতে বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সাইদুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments