Monday, March 17, 2025
Homeবিনোদনকমলগঞ্জে কণ্ঠ শিল্পী লাভলী সিনহার "মি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো" গানের উন্মোচন 

কমলগঞ্জে কণ্ঠ শিল্পী লাভলী সিনহার “মি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো” গানের উন্মোচন 

 

 

পিন্টু দেবনাথ :

 

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ব্যতিক্রমী আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদের সুদেষ্ণা সিংহ এর স্মরণে এবং উৎসর্গ করে “মি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো” শিরোনামে কণ্ঠ শিল্পী লাভলী সিনহার, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় একটি মৌলিক গানের শুভ উদ্বোধন হলো।

রোববার (১৬ মার্চ) কমলগঞ্জ উপজেলা ৮নং মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।

কবি বিকাশ সিংহ এর সভাপতিত্বে ও সমাজসেবী উপেন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গৌরহরি চাটার্জী, মণিপুরী ললিতকলা একাডেমি উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, এনটিভি কমলগঞ্জ ও শ্রীমঙ্গল প্রতিনিধি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সমাজসেবক সমরজিৎ সিনহা, কবি ও নাট্যকার শুভাশিস সিনহা, সংগীত প্রশিক্ষক সুতেপা সিনহাসহ আরো অনেকে।

গানের কথাটি লিখেছেন বিকাশ সিংহ এবং সুর দিয়েছেন ধীরকান্ত সিংহ ধীরজীৎ।

গানটি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর মাতৃভাষা, তাদের পোশাক এবং কৃষ্টি সংস্কৃতি নিয়ে লেখা। লাভলী সিনহা গানটি সরাসরি গেয়ে ও পিংকি সিনহা গানের সাথে নাচ করে পরিবেশন করেন। পরে গানটির ভিডিও এর প্রিমিয়ার দেখানো হয় বড়ো পর্দায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments